আইএসের সঙ্গে লড়াইয়ের ১৪ তুর্কি সেনা নিহত

0

আন্তর্জাতিক : সিরিয়ার আল-বাব শহরে আইএসের বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের ১৪ সেনা নিহত হয়েছেন। আল-বাবে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে যুদ্ধ করছে তুর্কি বাহিনী। মঙ্গলবার তারা দাবি করেছিল, আল-বাবের সব রাস্তা তাদের নিয়ন্ত্রণে।

তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার দুই পক্ষের যুদ্ধে আইএসের ১৩৮ জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন তুরস্কের ৩৩ সেনা। ‘ইউফ্রেতিস ঢাল’ নামে চার মাস ধরে আইএসবিরোধী যুদ্ধ করছে সিরিয়ার বিদ্রোহী ও তুর্কি সেনারা।

তুরস্ক সরকার ১৪ সেনা নিহত হওয়ার ঘটনাকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে আইএস নির্মূলে যুদ্ধ তীব্র করার ঘোষণা দিয়েছে।

আল-বাব শহর দখলে নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা। এরই মধ্যে শহরের প্রধান হাসপাতালকেন্দ্রিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

তুর্কি সেনাবাহিনী আরো জানিয়েছে, আইএসের জঙ্গিরা আত্মঘাতী হামলাকারী এবং বিস্ফোরকভর্তি গাড়ি হামলায় ব্যবহার করছে। ফলে তুরস্কের ১৪ সেনা মারা গেছেন। যুদ্ধ এখনো চলছে।

এদিকে, সিরিয়া ইস্যুতে মস্কোয় অনুষ্ঠিত তুরস্ক, রাশিয়া ও ইরানের বৈঠকে জানানো হয়, দেশটির গৃহযুদ্ধ শেষ করতে যেকোনো চুক্তির মধ্যস্থতা করার জন্য প্রস্তুত তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.