চন্দনাইশ পৌরসভার ৪টি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, দশম জাতীয় সংসদের ১২ তম অধিবেশনের প্যানেল স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে সড়কের অবকাঠামোগত উন্নয়ন, ব্রীজ ও কালভার্ট নির্মাণ, বিদ্যালয় সংস্কার, নতুন নতুন ভবন নির্মাণ সহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এছাড়াও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই প্রদান, ঘুর্ণিঝড়, বন্যা সহ সকল ক্ষেত্রে সাহায্য সহযোগিতা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন উন্নয়নের রোল মডেল। তিনি জনগণের কল্যাণ চাই বলেই, দেশ উন্নয়ন হচ্ছে।

২৫ ডিসেম্বর বিকালে চন্দনাইশ পৌরসভার ৪টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধঅ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। কাজগুলো হলো পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম জোয়ারা চান মাঝি পাড়া সড়ক, ৩নং ওয়ার্ডের পশ্চিম হারলা ঠাকুরানী দুর্গা বাড়ী সড়ক, ৬নং ওয়ার্ডের ডুলা ফকির (রহ:) সড়ক, ৭নং ওয়ার্ডের হযরত মাছুম ফকির (রহ:) সড়ক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, পৌর আ’লীগের আহ্বায়ক কায়সার উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র হেলাল উদ্দিন চৌধুরী, কাউন্সিলর যথাক্রমে অজয় দত্ত, মোজাম্মেল হক চৌধুরী, নুরুল ইসলাম বাচা, শাহ আলম, শাহাদাত হোসেন খোকন, আ’লীগ নেতা উৎপল রক্ষিত, আবুল কাসেম বাবুল, মোরশেদুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এস এম মুছা তসলিম, পৌর যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম বাপ্পী, জাহাঙ্গীর আলম হিরু, পৌর যুবলীগ নেতা আবদুচ ছবুর, মোরশেদুল আলম, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম রিপু, আসহাব উদ্দিন হিরু প্রমুখ। এ ৪টি সড়ক উন্নয়ন কাজ ৪টি প্যাকেজে মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ১৭ লক্ষ টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.