যুবলীগ দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার- নজরুল ইসলাম চৌধুরী

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, দশম জাতীয় সংসদের ১২ তম অধিবেশনের প্যানেল স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগ দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের মাধ্যমে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন করা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র শোষণমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা এ চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুব সমাজের অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়।

গত ২৩ ডিসেম্বর বিকালে বাদামলস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলার কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ বিজয় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ ধর। যুবলীগ নেতা আজিজুর রহমান আরজু ও মফিজুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সুজন, চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, আমিন আহমেদ চৌধুরী রোকন, আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলী, হেফাজুল করিম, উপজেলা আ’লীগের আহ্বায়ক তৌহিদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা বেলাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এ এস এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, পৌর যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এম লোকমান হাকিম, মেম্বার যথাক্রমে জাহাঙ্গীর আলম, সামশুল আলম, বদিউল আলম, যুবলীগ নেতা শাহজাহান, মফিজ উদ্দিন, লোকমান, নজরুল, শফি, সাইফুদ্দীন, মো. আরিফ, মো. সাঈদ, আনছার উদ্দিন, রিপন, শাহেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম ইমতিয়াজ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.