আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী ৭ দিনের রিমান্ডে

0

অনলাইন ডেস্ক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানকালে আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (২৬ ডিসেম্বর) সোমবার দুপুরে তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান কাউন্টার টেররিজমের পরিদর্শক সাইদুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করে। পুলিশের এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পলাতক জঙ্গি মাইনুল ইসলাম মুসা, আত্মসমর্পণকারী দুই নারীসহ মোট আটজনের বিরুদ্ধে এ মামলা করেন।

উল্লেখ্য, গত শনিবার ওই এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.