সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

0

ঢাকা : দশম সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এবারও দিনটি স্মরণে দুইদিনের কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশ ছাড়াও ওইদিন দেশব্যাপী কালো পতাকা মিছিল ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করা হবে।

ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি জানান, গত এক বছরে অন্তত ৩০০ নারী নিহত হয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক। এ সময়ে নারী নির্যাতন বেড়েছে ৭৪ শতাংশ। পাঁচ হাজার নারী ও কন্যাশিশু নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়েছেন।

রিজভী বলেন, দেশের কোনো মানুষের নিরাপত্তা নেই। পুলিশ নির্ভর অবৈধ সরকার আইনশৃংখলা বাহিনীকে বিরোধী দল দলনে ব্যবহার করছে। তিনি আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.