বেগম মমতাজ সবুর ছিলেন কিংবদন্তি সাহিত্য সাধক

0

সিটিনিউজবিডি :  বেগম মমতাজ সবুরের ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণসভায় প্রধান অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক বলেন বেগম মমতাজ সবুর ছিলেন কিংবদন্তি সাহিত্য সাধক। সাহিত্য অঙ্গনে তিনি কালজয়ী নারী হিসেবে সকলের নিকট সু-পরিচিত। বেগম মমতাজ সবুর সাহিত্যের পাশাপাশি সমাজ সেবায় নিয়োজিত ছিলেন। তিনি রেখে যাওয়া সন্তান দেশের জন্য রত্ম হিসেবে খ্যাতি লাভ করেছেন। তাই আজকে তাঁর স্মরণে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ আয়োজন হয়েছে।

এডভোকেট আবদুস সবুর-বেগম মমতাজ সবুর স্মৃতি পরিষদ আয়োজিত গতকাল ২৮ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা, শিক্ষা বৃত্তি ও আলোচনা সভায় পরিষদের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শিরিন আকতার। সম্মানিত আলোচক ছিলেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি জিনাত আজম, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, শিক্ষাবিদ ও লেখক কবি দিপালী ভট্টাচার্য, ইস্কান্দর আলী খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বেগম মমতাজ সবুরের সুযোগ্য কন্যা মহিলা কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল করিম মানিক, অধ্যাপক বদরুন্নেছা সাজু, মাইশা নুর, মুনতাশা। উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় সেন্টার ফর ডিজএ্যাবল এন্ড প্যারালাইজড (নার্চার) পক্ষে মানব কল্যাণে নিবেদিত বেগম নাসরিন বাকী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সমাজবিজ্ঞান বিভাগ মহিলা কলেজ চট্টগ্রাম ২য় বর্ষ (সম্মান) শিরীন আকতার।

অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন মজনুর সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এ.এইচ.এম কফিল উদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ.এম বোরহান উদ্দিন, হাটহাজারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন, এডভোকেট জিয়া উদ্দিন, প্রফেসর রিতা দত্ত, গবেষক ড.আজাদ বুলবুল, কবি আখতারী ইসলাম, উপাধ্যক্ষ শাহীন ফেরদৌসী, অধ্যাপক রওশন আরা বেগম, অধ্যাপক দিলরুবা বেগম,

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.