বাঁশখালীর লবণ ঘেরের অফিসে চুরি

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সমুদ্র উপকূলে ৫টি লবণ ঘেরের অফিসে চুরির ঘটনা সংঘটিত হয়। এ সময় চোরের দল ৫টি অফিসের মালামাল নিয়ে যায় এবং অফিসে না থাকার জন্য হুমকি দেয় বলে ঘটনার সাথে সংশ্লিষ্টরা জানান।

সূত্রমতে, বাঁশখালীর সরল ইউনিয়নের সমুদ্র উপকূল প্যারাবন সংলগ্ন এলাকায় ইদ্রিস মেম্বার, গিয়াস উদ্দিন ও আবদুল আলিমসহ বেশ কয়েকজন লবণ ব্যবসায়ীর লবণ ঘেরের অফিস রয়েছে। বুধবার রাতে একদল চোর এসে ওই অফিস থেকে মালামালসহ প্রয়োজনীয় সবকিছু চুরি করে নিয়ে যায় এবং ওই সময় অফিসে থাকা লোকজনকে নানা ভাবে হুমকি ধমকি দেয় বলে জানান ক্ষতিগ্রস্থরা।

তারা আরো জানান, সম্প্রতি সময়ে বঙ্গোপসাগরের বেশ কিছু চিহ্নিত জলদস্যু নানা অপরাধ করে এইসব এলাকায় নিজেদের নিরাপদ আস্তানা হিসেবে অবস্থান নিচ্ছে। তারা ওই এলাকায় লবণ ব্যবসায়ীসহ নানা ধরনের লোকজনদেরকে নানা ভাবে হয়রানিসহ লুটপাট চালাচ্ছে। ওইসব চি‎িহ্নত বেশকিছু দাগী আসামীদের বিরুদ্ধে বিগত ১৯ ডিসেম্বর বাঁশখালী থানা এমডিআর নং-১৬৯৭ দাখিল করা হয়েছিল বলে সূত্রে জানা যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.