চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে ভোটগণনা চলছে

0

চট্টগ্রাম : ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (৩১ ডিসেম্বর) শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে প্রেসক্লাবের ২৩৪ জন স্থায়ী সদস্যর মধ্যে ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা।

নির্বাচনে ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৫ পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

প্রেসক্লাব সূত্র জানায়, নির্বাচনে সভাপতি পদে প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী ও বর্তমান সভাপতি কলিম সরওয়ার নির্ববাচন করেছেন। সিনিয়র সহ সভাপতি পদে কাজী আবুল মনসুর ও নাজিমুদ্দীন শ্যামল, সহ সভাপতি পদে মনজুর কাদের মনজু, মো. আবিদ হোসেন এবং স ম ইব্রাহীম লড়ছেন। সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম, মোহাম্মদ হাসান ফেরদৌস, শুকলাল দাশ ও সালাহউদ্দিন মো. রেজা প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী ও মহসীন কাজী, অর্থ সম্পাদক পদে আলমগীর সবুজ, তাপস বড়ুয়া রুমু ও দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক পদে কল্যাণ চক্রবর্তী ও শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক পদে গোলাম মাওলা মুরাদ ও নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

অন্যদিকে মো. শওকত ওসমান, মো. শহীদুল ইসলাম ও রাশেদ মাহমুদ গ্রন্থাগার সম্পাদক, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ শাহ আজম ও রোকসারুল ইসলাম সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক এবং মিন্টু চৌধুরী ও হোসাইন তৌফিক ইফতিখার প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

কার্যকরী সদস্যের চারটি পদে লড়ছেন ফারুক ইকবাল, মো. আইয়ুব আলী, মো. শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, রতন কান্তি দেবাশীষ, শহীদ উল আলম, শামসুল হক হায়দরী, সহিদুল ইসলাম সহিদ ও হেলাল উদ্দিন চৌধুরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.