বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : মোস্তাফিজুর রহমান

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর কালীপুরে নবনির্মিত কালীপুর অধ্যাপক রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষাদান অনুষ্ঠান গতকাল (শনিবার) নবনির্মিত বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা ছিলেন উপজেলা আওামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, উপজেলা প্রকৌশলী শাহ আলম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফারুক আহমদ, বাঁশখালী গালস্র্ কলেজের অধ্যক্ষ সুচিত্রা রায় চৌধুরী, কালীপুরের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম, এডভোকেট আ.ন.ম শাহাদাৎ আলম, বিশিষ্ট আইনজীবী ইফতেখার উদ্দিন চৌধুরী মহসিন, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, শিক্ষক তাহেরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শ্যামল দাশ, নীলকন্ঠ দাশ, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সালাউদ্দিন কামাল, তবারুক হোসেন নেয়ামু, বেদারুল ইসলাম, শিক্ষক মোঃ শহিদ উল্লাহ প্রমুখ।

শিক্ষিকা বাবলী দাশের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী এ.কে.এম. এমতাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তারই প্রমাণ বাঁশখালীতে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.