বাংলাদেশ দলের প্রশংসাই ডু প্লেসিস ও রাসেল ডমিঙ্গো

0

সিটিনিউজবিডিঃ বাংলাদেশ সফরে এসে বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ‍ফাফ ডু প্লেসিস ও কোচ রাসেল ডমিঙ্গো। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজ দলের পরিকল্পনার চেয়ে বাংলাদেশ দলের প্রশংসাই বেশি করলেন তারা।

ডু প্লেসিস বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ এমন একটি দল-যাদের সম্মান দিতেই হবে। বাংলাদেশ যেভাবে খেলছে, সেটা অবিশ্বাস্য। বিশ্ব ক্রিকেটের জন্যও এটা ভালো। কোনোভাবেই এখন আর তারা ছোট দল নয়। আমি বাংলাদেশ-ভারত সিরিজের ম্যাচগুলো দেখেছি। সত্যিই, আমি রোমাঞ্চিত। বাংলাদেশ অসাধারণ খেলেছে। বড় দল হয়ে উঠছে বাংলাদেশ।

তবে এখন নিজেরাই যখন বাংলাদেশের প্রতিপক্ষ, দু প্লেসির আশা, এই সিরিজের ফল হবে উল্টো।

তবে এখন নিজেরাই যখন বাংলাদেশের প্রতিপক্ষ, দু প্লেসির আশা, এই সিরিজের ফল হবে উল্টো।

নিজ দলের পরিকল্পনা নিয়ে এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমাদের দলটি তরুণ। সবার সঙ্গে বোঝা-পড়াও ভালো। আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা সিরিজটা উপভোগ করতে চাই। চ্যালেঞ্জ একটা রয়েছে। সেটা হলো, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। এখানে তীব্র গরম।’

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আগামি ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.