ফাঁদে ফেলে ছিনতাই :৬ আটক

0

নিজস্ব প্রতিবেদক : অভিনব পন্থায় নগরীতে ছিনতাই চক্রের কয়েকজনকে গ্রেফতার । শাহ আমানত সেতু এলাকার একটি জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ । তাদের কাছ থেকে ছিনতাইয়ের অভিনব পন্থার কথা জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ। আটক ৬ জন হল, মো.ইউসুফ (৩৮), মো. জসিম (৩৬), জাহাঙ্গীর আলম অপু (৪০), ইব্রাহিম (৪০), মো.জাহাঙ্গীর (৩০) ও ফারুক মিয়া (৪৯)।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান, ইউসুফ, জসিম ও জাহাঙ্গীর আলম অপু পেশাদার ছিনতাইকারী। তারাই মূলত জুয়ার আসরের মূল হোতা। এছাড়া এই চক্রে জড়িত আরও ১৪ জনের নাম পাওয়া গেছে।

তিনি জানান, প্রতিদিন ভোরে শাহ আমানত সেতু এলাকায় জুয়ার আসর বসায় একটি চক্র। নিজেরা নিজেরাই প্রকাশ্যে ৫ হাজার, ১০ হাজার টাকা বিনিময় করে। কক্সবাজার কিংবা দক্ষিণ চট্টগ্রামের দূর-দূরান্ত থেকে আসা নিরীহ লোকজনদের কেউ যদি কৌতুহলবশত খেলায় অংশ নেয় তাহলে তার টাকাপয়সা, মোবাইল, ঘড়িসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় চক্রের সদস্যরা। এসময় তারা খেলায় অংশগ্রহণকারীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

আটক ৬ জনের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.