টেস্ট র‌্যাঙ্কিংয়ে এগোলেন সাকিব-মুশফিক

0

সিটিনিউজ ডেস্ক:: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরির পুরস্কারস্বরূপ আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে রয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২১৭ রানের অসাধারণ ইনিংস খেলেন সাকিব, যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমেরও। ১০ ধাপ এগিয়ে তিনি ৩৫তম স্থানে আছেন। ওয়েলিংটনে ১৫৯ রানের ইনিংস খেলার পথে পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েন মুশফিক।

বাংলাদেশীদের মধ্যে তামিম ইকবাল দুই ধাপ এগিয়ে ২০তম স্থানে, মুমিনুল হক এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে অবস্থান করছেন। ওয়েলিংটনে প্রথম ইনিংসে দুজনই ফিফটি করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.