ট্রাম্পের কাছে ওবামার চিঠি

0

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য চিঠি রেখে গেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় নতুন প্রেসিডেন্টের জন্য চিঠিটি রেখে যান তিনি।

রবিবার চিঠির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ট্রাম্প। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট একটি সুন্দর চিঠি রেখে গেছেন।

নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ওভাল অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাবেক প্রেসিডেন্ট ওবামার এই সুন্দর চিঠি পাই।’

জ্যাকেটের পকেটে ঢোকানোর আগে একটি সাদা খাম তুলে ধরে বলেন, ‘এটা সত্যিই আমার জন্য খুবই আনন্দের এবং আমি এটা সযত্নে রাখব। আমি এটা নিজের কাছে রাখব এবং এতে কি লেখা আছে তা গণমাধ্যমকে জানাব না।’

ওভাল অফিসের ডেস্কে পরবর্তী প্রেসিডেন্টের জন্য বিদায়ী প্রেসিডেন্টের চিঠি রেখে যাওয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.