অপরাধ থেমে নেই রমজানে

0

অপরাধ প্রতিবেদকঃ পবিত্র রমজান মাসেও অপরাধীদের লাগাম টেনে ধরতে পারছেনা পুলিশ। রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর “বিশেষ নিরাপত্তা” ব্যবস্থার মধ্যেই ঘটছে ডাকাতি, ছিনতাই ও খুনাখুনিসহ মাদক ব্যবসা। পুলিশের নজরদারীর ফাঁক গলে অপরাধীরা এসব অপরাধ সংঘঠিত করে নিরাপদে সটকে পড়ছে।

এছাড়া সামাজিক ও পারিবারিক কলহের ভয়ঙ্খর পরিনতির প্রবনতাও নিয়ন্ত্রনে আনা যাচ্ছেনা। আইন প্রয়োগকারী সংস্থা বলছে সামাজিক ও পারিবারিক কলহের জেরধরে যেসব ঘটনা ঘটছে সেটা নিয়ন্ত্রনে আনা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। গত ১৯ জুন থেকে রমজান শুরু হাওয়র পর ১৫ দিনের নগরী ও জেলায় একাধিক হত্যার ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.