এবার নারী সাজবে শাড়ী

0

জুবায়ের সিদ্দিকীঃ বাঙ্গালী ঐতিহ্য অপূর্ব দর্শনীয় পোষাক শাড়ী। ঈদের মতো বর্নিল আনন্দময় উৎসবে শাড়ী ছাড়া নারী কি কল্পনা করা যায়না। এবারও নারীদের পছন্দের শীর্ষে থাকবে শাড়ী। ঈদ সামনে রেখে চট্টগ্রামের বিপনি বিতান, বুটিক হাউজ ও কাপড়ের দোকানগুলোতে শোভা পাচ্ছে বৈচিত্রময় নকশা ও ঝুনের শাড়ী। দেশীয় শাড়ীর পাশাপাশি ভারতীয় শাড়ী বাজার দখলে রেখেছে। শাড়ী বাঙ্গালীর ঐতিহ্য ধারক। মূলত পশ্চিমবঙ্গের বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর বাড়ীর বউমেয়েদের কাছ থেকেই শাড়ী পরার আধুনিক রীতির সাথে পরিচিত হয় বাঙ্গালী লালনারা।

ফ্যাশন শিল্পের সাথে সংশ্লিষ্টরা জানান, এ বছর ঈদে বর্ষার পাশাপাশি ভ্যপসা গরম নারীদের অস^স্তিতে ফেলবে। সুতি, খাদি, এন্ডি সিল্ক, বীফশিল্ক, শাড়ীর কদরও বেশী থাকয়ে নারীদের কাছে। এবার শাড়ীতে নীল, বেগুনি, গোলাপী, সবুজ, মেজেন্ডা, ফিরোজা, পেষ্ট, সাদা শাড়ীতে হালকা ও উজুল রঙের ব্যবহার থাকবে প্রচুর। সুতি, জর্জেট ও শিল্ক শাড়ীর ওপর পাড় এবং তাতে যুতার কাজের শাড়ীও রয়েছে ঈদের জন্য।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.