নিউইয়র্কে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ

0
আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণ এবং অভিবাসন পরিকল্পনার নিন্দা জানাতে বুধবার শত শত লোক নিউইয়র্কের রাজপথে বিক্ষোভ করেছে।
মার্কিন এ নেতা দিনের প্রথম ভাগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর দেয়াল নির্মাণের পরিকল্পনার কাজ শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। এদিকে তিনি সিরিয়াসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ অস্থায়ীভাবে স্থগিত রাখার ঘোষণা দেন।
বিকেল ৫ টার পর থেকেই বিক্ষোভকারীরা ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ারে জড়ো হতে থাকায় এক পর্যায়ে এটি একটি বিশাল সমাবেশে রূপ নেয়।
 সেখানে বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকে ‘কোন নিষেধাজ্ঞা নয়, কোন দেয়াল নির্মাণ নয়, নিউইয়র্ক সবার জন্য।’
এ সময় তাদের অনেকে মুসলমানদের অধিকার রক্ষা এবং সিরিয়া ও সংঘাত পূর্ণ অন্যান্য মুসলিম দেশ থেকে আসা শরণার্থীদের গ্রহণ অব্যাহত রাখারও আহবান জানায়। বাসস।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.