পার্বতীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ সমাপ্তি

0

আব্দুল্লাহ আল মামুন, (দিনাজপুর) প্রতিনিধি::দিনাজপুর জেলা প্রসাশনের আয়োজনে পার্বতীপুরে অনুষ্টিত ২দিন ব্যাপী ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ শেষ হলো। উপজেলার জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২৪ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
দ্বিতীয় দিন মেলা শেষে সমাপনি অনুষ্ঠানে তথ্য বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানান প্রকার প্রদর্শনী প্রতিযোগীতায় ভবানীপুর ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ রায় সরকারের উপস্থিতে অনুষ্ঠানের সভাপতি উপজলা নির্বহী অফিসার তরফদার মাহমুদুর রহমান কলেজের প্রভাষক শাওন সরকারে (পদার্থ বিজ্ঞান) এর হাতে সন্মাননা সনদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো: রওশন কবির, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সাবেক পৌর মেয়র আ: ওহাব সরকার, উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ও ইয়ংষ্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, আওয়ামিলীগের নেতা কর্মী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ আরো অনেকে। ২৫ জানুয়ারী বুধবার বিকেলে ও সমাপনী অনুষ্ঠানে পুরুষ্কার বিতরণীর মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.