তীব্র শীতে ২৭ শিশুর মৃত্যু আফগানিস্তানে

0

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জৌজান প্রদেশের দারজাব অঞ্চলে গত দুই দিনে তুষারপাত ও তীব্র শীতে অন্তত ২৭ শিশু মারা গেছে। বৃহস্পতিবার জেলা গভর্নর রহমতুল্লাহ হাশার একথা জানান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা হচ্ছে।

বার্তা সংস্থা জিনহুয়াকে রহমতুল্লাহ জানান, ওই এলাকার তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ভারী তুষারপাতে দারজাব জেলার গ্রামগুলো থেকে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে শীতজনিত কারণে অন্তত ২৭ শিশুর মৃত্যু ঘটে।

গত কয়েকদিন ধরেই ওই এলাকায় তুষারপাত হচ্ছে। কোনো কোনো এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। এতে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে। গ্রামবাসী আটকা পড়ে। মৃত শিশুদের সকলের বয়স পাঁচ বছরের নিচে বলে জানা যায়।

আফগানিস্তানে প্রতি শীতেই তুষারপাত ও তুষারধসে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। ২০১৫ সালে তুষারধসে দেশটিজুড়ে অন্তত ৩০০ মানুষের প্রাণহানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় রাজধানী কাবুলের উত্তরে পাহাড়ি এলাকা পানজশির প্রদেশে। সূত্র: সিনহুয়া ও ডেইলি মেইল

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.