সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

0

বাঁশখালী প্রতিনিধি::বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা বলেছেন,সাগর উপকূল ছনুয়ায় কোন অবস্থাতেই সন্ত্রাস যাতে মাথাছাড়া উঠতে না পারে সে ব্যাপারে দলমত নির্বিশেষে সকলে একযোগে সজাগ থেকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা জঙ্গিবাদ, মাদক ব্যবসায়ী, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ও অপরাধমূলক সকল কাজ থেকে নাগরিকগণকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচনায় অংশ নেন, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহারসহ অন্যান্যরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.