যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

0

 

বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালীর চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে উপজেলা সদরে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। এতে মুক্তিযোদ্ধা পরিবার সামাজিক,রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্ধ অংশ নেয়।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলা ভিত্তিক কুখ্যাত রাজাকার আলবদরদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবী জানানো হয়।
কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাদাত মো.সায়েম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মো. জাকারিয়া।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবু তাহের, আবু তালেব,নুরুল ইসলাম, মো. হারুন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দীন, উপজেলা যুবলীগে সভাপতি মো. সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.রিয়াদ হোসেন, উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিব মিয়াজী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সোলায়মান আজাদ, যুবলীগ নেতা ছালেনূর লিটন,
নুরুল আজিম, মো. ইব্রাহীম, স্বেচ্ছাসেবকলীগের মো. দিদারুল আলম, মো.রিদুয়ান, পিন্টু দে, আবদুর রহমান খোকন, সাহাব উদ্দীন, মো. আনিস, কলেজ

ছাত্রলীগ নেতা সরফরাজ কাদের জুয়েল, পৌরছাত্রলীগের মো.হাসান, নুরুল করিম,
নুরুল হাসনাইন।
তবে শনিবার উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কালে শতশত মুক্তিযোদ্ধা উপস্থিত থাকলেও তাঁরা মানব বন্ধনে দেখা যায়নি। এছাড়া মুক্তিযুদ্ধের

স্বপক্ষের শক্তি হিসেবে দাবীদার সংগঠনগুলোর নেতৃবৃন্দকে অনুপস্থিতিতে দু:খ প্রকাশ করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাদাত মো.
সায়েম বলেন, আমাদের কর্মসূচি সফল হয়েছে। উপজেলায় আগত মুক্তিযোদ্ধারা অনন্ত জানতে পেরেছে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকেই ধারণ করে পথ
চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.