গার্মেন্টস ডাকাতির ঘটনায় ৮জন আটক

0

সিটিনিউজবিডিঃ গত মঙ্গলবার রাত ৩টায় সাভারের রাজফুলবাড়ীয়ার ১৪-১৫ জনের একদল ডাকাত  গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড গার্মেন্ট কারখানার সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশের পর কারখানার মূল ফটকের তালা ভেঙে নিরাপত্তাকর্মী মঞ্জু মিয়া, আল-আমিন, মামুনসহ বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তাদের চেতনানাশক ওষুধ খাইয়ে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ২০ লাখ টাকা মূল্যের দুই ট্রাক কাপড় লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর থেকেই আব্দুল মজিদ ও আবু তালেব নামে কারখানার দুই নিরাপত্তাকর্মী গা ঢাকা দেন। পলাতক নিরাপত্তা কর্মীদের সন্দেহভাজন আসামি করে সাভার মডেল থানায় ডাকাতি মামলা করে কারখানা কর্তৃপক্ষ।

ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া, গুলিস্তান ও ইসলামপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ প্রায় দুই কোটি টাকা মূল্যের কাপড় জব্দ করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান রবিবার  জানান, গত দুদিন অভিযান চালিয়ে ডাকাতিতে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম পরিচয় গোপন রাখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.