আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর:চবি উপাচার্য

0
কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::আজ যারা কৃতি শিক্ষার্থী তারা আগামী দিনের সুন্দর দেশ গড়ার কারিগর,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
শনিবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটায় সীতাকুণ্ড হাই স্কুল মাঠে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এবং প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের  উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেধাবীদের সংবর্ধনা দিয়ে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম প্রতিবছর যে গুরু দায়িত্ব পালন করছে তা প্রসংশার দাবীদার। ভাল কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
উক্ত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক আলহাজ সৈয়দ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি মো: গিয়াস উদ্দিন।
সাধারণ সম্পাদক প্রফেসর একে এম তফজ্জল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ ফসিউল আলম,সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,ইউআইটিএস ঢাকার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ সোলায়মান, মাধ্যমিক ও  সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ,পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম,বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাসেম,। নুষ্ঠানে ২০১৫-২০১৬ সালের জেএসসি, জেডিসি,২০১৬ সালের এস এস সি, দাখিল ও এইচএসসি,আলিম পরিক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৭ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া  হয়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.