বোয়ালখালীতে রেলে ডান পা কাটা পড়ল ভোলার হরজনের

0

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম ছেড়ে আসা দোহাজারীগামী যাত্রীবাহী রেলে ডান পা কাটা পড়েছে ভোলার হরজন আলীর (৫৫)। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোমদন্ডী রেল স্টেশন ছেড়ে যাওয়ার সময় পালকি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে কিভাবে তিনি রেলে কাটা পড়লেন তা জানা যায়নি।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও বোয়ালখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমদ চৌধুরী, পীযুষ চন্দ্র সিংহ, আবু বক্কর সিদ্দিকীসহ পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় হরজন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এসময় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এসময় হরজনের চিকিৎসা ব্যয়ে স্থানীয়দের কাছ থেকে পুলিশের উপ-পরিদর্শক পীযুষ চন্দ্র সিংহ নগদ অর্থ সহায়তা চান। এতে উপস্থিতরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পুলিশি এ ভূমিকায় স্থানীয়রা প্রশংসা করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা হাসপাতালে নেয়ার সাহস করছিল না। এসময় আহত লোকটির ছবি তুলতে ব্যস্ত রয়েছে উৎসুক জনতারা। তাকে জনগণের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। আহত হরজন আলী ভোলা জেলার রমাগঞ্জের মৃত জেবল হকের ছেলে বলে নিশ্চিত করেছেন তিনি। খবর নিয়ে জানা যায়, আহত হরজন আশাংঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.