চট্টগ্রাম কাস্টমসে ঘুষ নেওয়ায় তিনজন বরখাস্ত

0

গোলাম সরওয়ার : চট্টগ্রাম কাস্টমসে ঘুষ নেওয়ার অভিযোগে দুজন কর্মকর্তা ও একজন সিপাহিসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্ত তিনজন হলেন কাস্টমসের সেকশন-৭ (এ)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মনির আহম্মদ, সেকশন-২-এর এআরও উত্তম কুমার এবং সিপাহি মো. নুরুজ্জামাল। এ ছাড়া সেকশন-৪-এর রাজস্ব কর্মকর্তা (আরও) মো. আবদুল হাকিম হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বলেন, তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজস্ব কর্মকর্তার পাশে ঘটনাগুলো ঘটলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘুষের অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারী) তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। যমুনা টেলিভিশনের প্রতিবেদনে ঘুষ লেনদেনের চিত্র প্রচারিত হওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে কর্তৃপক্ষ দোষীদের বরখাস্তের সিদ্ধান্ত নেয় ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.