অমর একুশের গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

ঢাকা : সাহিত্যই বাংলাদেশের বিপথগামী ছেলে-মেয়ের সঠিক পথে ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাংলা একাডেমির মূল চত্বরে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এর আগে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান করেন। এ বছর সাতজন বিশিষ্ট কবি, লেখক এবং গবেষক এ পুরস্কার পান।

গতবারের মতো এবারো বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাংলা একাডেমি ৩০ শতাংশ এবং অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। শিশু কর্নার থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে ছুটির দিন বেলা ১১টায় এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টায় মেলা শুরু হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলার জন্য। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদ্যস্যরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.