সয়াবিন থেকে গ্রাফিন

0

সিটিনিউজ ডেস্ক : সাধারণ রান্নার তেল থেকে এবার গ্রাফিন তৈরি করতে সক্ষম হয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। আর এর ফলে গ্রাফিন তৈরির খরচ অনেক কমে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গ্রাফিন হলো শক্তিশালী কার্বনজাতীয় পদার্থ, যা কপারের চেয়েও বেশি বিদ্যুৎ পরিবহনে সক্ষম।

ম্যানচেস্টার ইউনিভার্সিটির একদল গবেষক ২০০৪ সালে এই গ্রাফিন আবিষ্কার করেন। ২০১০-এ ওই গবেষকদল নোবেল পুরুষ্কারও পান।

সয়াবিন দিয়ে গ্রাফিন তৈরির সক্ষমতা এটিকে বাণিজ্যিকভাবে আরো সহজলভ্য করে তুলবে। এই গ্রাফিন বিভিন্ন ইলেকট্রনিক্স, বায়োমেডিক্যাল ডিভাইস এবং পানি বিশুদ্ধকরণের কাজে ব্যবহার করা যাবে।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ বিজ্ঞান এবং শিল্প বিষয়ক সংস্থার গবেষক ডা. ঝাও জুন হান বলেন, অন্যান্য পদার্থের তুলনায় গ্রাফিন অত্যন্ত মূলবান একটি পদার্থ। এটি তৈরির খরচ কমাতে পারলে এর ব্যবহার অনেক বাড়ানো যাবে।

সূত্র: বিবিসি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.