পর্ণ ভিডিও প্রচারে জড়িত দুইজনকে আটক

0

সিটিনিউজবিডিঃ মেহেরপুরের গাংনী উপজেলার এক ছাত্রীর নামে পর্ণ ভিডিও প্রচার করার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত নয়টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল বামন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরা হচ্ছে- বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র আকাশ হোসে (১৪) ও বালিয়াঘাট গ্রামের সাহাবুল ইসলাম (২৫)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীর নাম ঠিকানা লিখে একটি পর্ণো ভিডিও প্রচার করে এলাকার কতিপয় যুবক। তারা মেয়ের পরিবারকে সামাজিকভাবে হেয় করার লক্ষ্যে পর্ণো ভিডিও ছাত্রীর দাবি করে কম্পিউটার দোকানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মোবাইলে সরবরাহ করে।

গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। ছাত্রীর পিতা বাদি হয়ে আটক দুইজনসহ ছয় জনের নামে মামলা দায়ের করেছেন। বাকিদের আটকে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.