নির্বাচনে না এলে বিএনপির নিবন্ধন বাতিল:নৌমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতেই হবে। তা নাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে’ বলে নৌপরিবহন মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে, তাদের দলের রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যাবে। তাই সার্চ কমিটি নিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে- তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাদের উচিৎ মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন করবে, সেটা বিএনপির মেনে নেয়া।’

শুক্রবার বেলা ১২টার দিকে মাদারীপুরে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘সার্চ কমিটি পুরোটাই জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। জনগণ চায় গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি যে নাম দেবে, সেটা থেকে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অনেকেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.