জামায়াতের ২৮ নারী কর্মী দুই দিনের রিমান্ডে

0

সিটিনিউজ ডেস্ক:: রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক জামায়াতের ২৮ নারী কর্মীকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এই আদেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসাইন।

বিশেষ ক্ষমতা আইনে মামলার পর শুক্রবার বিকালে জামায়াতের নারী কর্মীদেরকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদেরকে সাত দিনের রিমান্ড চান মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম। তিনি এই আবেদনে বলেন, জামায়াতের নারী কর্মীরা নাশকতা করতে জড়ো হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছেন। এই অবস্থায় তাদেরকে রিমান্ডে নিয়ে নিবিঢ়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তবে জামায়াত কর্মীদের আইনজীবীরা এই আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তারা দাবি করেন, হয়রানি করতেই তাদেরকে আটক করেছে পুলিশ। এরা সবাই ধর্মীয় কারণে জড়ো হয়েছিলেন বলে দাবি করেন তারা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডের ১১/৭ বাড়ির দোতলা থেকে গোপন বৈঠককালে জামায়াতের ২৮ নারী সদস্যকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- জামায়াতের নারী শাখার সেক্রেটারি শাহনাজ বেগম (৫৬), রুকন নাঈমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীন আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসনিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মীম (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২), রাহিমা খাতুনন (৩০)।

আটকদের মধ্যে কয়েকজন জামায়াতের ফাঁসি হওয়া যুদ্ধাপরাধীর স্বজন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করতেই তারা সেখানে জড়ো হয়েছিল।’

বিপ্লব কুমার সরকার জানান সকালে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা ধর্ম ও তাবলীগের কথা বলে ধর্মের আড়ালে নাশকতা ছড়ানোর পরিকল্পনায় ছিল। আটকদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন চাওয়া হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.