বোয়ালখালীতে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

0

বোয়ালখালী প্রতিনিধি:কর্ণফুলীর ভাঙ্গণরোধ প্রকল্পের বর্ধিত বোয়ালখালী অংশ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

শুক্রবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালুরঘাট, কধুরখীল রিভারভিউ, চৌধুরীহাট, চরণদ্বীপ বড়–য়াপাড়া, তুফান আলী (রহ.) মাজার, ফখিরাখালী জেলে পাড়া এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শকালে স্থানীয়দের বিভিন্ন দাবির প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান রমেশ চন্দ্র সেন এমপি বলেন, মানুষের আর কি চাই, চাওয়ার পালা শেষ, এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এসময় তিনি কর্ণফুলি তীরের বোয়ালখালীর ভাঙ্গণ কবলিত বাকী অংশের ব্লক স্থাপনের কাজ টেন্ডারের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন আগত প্রকৌশলীদের।

এসময় উপস্থিত ছিলেন কমিটি সদস্য এ.কে.এম ফজলুল হক এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, মোছাম্মৎ সেলিনা জাহান লিটা এমপিসহ পানি উন্নয়ন বোর্ডের প্রধান তত্ত্ববধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীগণ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আতাউল হক, নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ওবায়দুল হক হক্কানী, ওসি সালাহ্ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ নেতা নুরুল আলম রাজা, রফিক তালুকদার,মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, আ’লীগ নেতা নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন,মো.মোকারম,আবদুল মান্নান মোনাফ, শামসুল আলম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.