ফ্রান্সের মিউজিয়ামে হামলার চেষ্টাকারী মিসরীয়

0

আন্তর্জাতিক ডেস্ক:: ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়ামে হামলার চেষ্টাকারী মিসরের নাগরিক। এমনটিই জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।

সরকারি আইনজীবী ফ্রানসয়িস মলিনস বলেন, তার ধারণা- গত মাসে ২৯ বছর বয়সী ওই হামলাকারী দুবাই থেকে প্যারিস যায়। তিনি জানান, হামলাকারী একা নাকি কারো নির্দেশে হামলা চালিয়েছে সে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মলিনস বলেন, মিসরীয় ওই নাগরিকের কাছে কোনো পরিচয়পত্র নেই। তবে তার মোবাইল ফোন ডাটা অনুযায়ী গত ২৬ জুন তিনি দুবাই থেকে এক মাসের পর্যটক ভিসা নিয়ে প্যারিস আসেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিশরের নিরাপত্তা সূত্র ওই সন্দেহভাজনকে সনাক্ত করেছে।

উল্লেখ্য, শুক্রবার প্যারিসের লুভর জাদুঘরের বাইরে চাপাতি হাতে মিউজিয়ামে প্রবেশের চেষ্টা চালায় এক দুর্বৃত্ত। এসময় নিরাপত্তরক্ষীর গুলিতে তিনি আহত হন। ওই দুর্বৃত্ত আক্রমণের সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে বলেও উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।

পুলিশ জানায়, এসময় ধস্তাধস্তিতে এক সেনা সামান্য আহত হন। দুর্বৃত্তের কাছে একটি ব্যগ থাকলেও তাতে বিস্ফোরক পাওয়া যায়নি।

জানা যায়, হামলার সময় মিউজিয়ামটিতে কয়েকশ’ পর্যটক ছিল। এছাড়া মিউজিয়ামটিতে অনেক মূল্যবান চিত্রকর্ম ও সামগ্রী রয়েছে। এর অন্যতম লিউনার্দো দ্যা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। সূত্র: বিবিসি

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.