সিরিয়ায় ৫১ আইএস জঙ্গি নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক:: সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তুর্কি বাহিনীর বিমান হামলায় ৫১ জঙ্গি নিহত হয়েছে। শনিবার তুর্কি সেনারা আইএসের ৫৯টি লক্ষ্যে হামলা চালিয়েছে।

কয়েক সপ্তাহ ধরে আইএস নিয়ন্ত্রিত আল বাব শহরটি চারদিক থেকে ঘিরে ফেলেছে তুর্কি সেনারা। তারা ওই অঞ্চল থেকে আইএসকে হটাতে অভিযান চালাচ্ছে।

নিহতদের মধ্যে চারজই আইএসের কমান্ডার। তুর্কি বাহিনী জানিয়েছে, আল বাব এবং বিজাগায় সেনাবাহিনীর হামলায় আইএসের ৫৬টি ভবন এবং তিনটি কমান্ডার কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়ে গেছে।

জোটের তরফ থেকেও জানানো হয়েছে, আল বাব এলাকায় আটবার বিমান হামলা চালানো হয়েছে। দু’টি প্রতিরক্ষা অবস্থান এবং দু’টি সশস্ত্র যানবাহন ধ্বংস করা হয়েছে।

আইএসের যে কয়েকটি ঘাঁটি অবশিষ্ট রয়েছে তার মধ্যে একটি আল বাব। এই শহরটি দখলের পর আইএসের হাত থেকে মানবিজ শহরটি দখল করবে তুর্কি সেনারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.