ম্যাগি নুডলসের উৎপাদন, আমদানি ও বাজারজাত বন্ধের দাবি

0

সিটিনিউজবিডিঃ সোমবার জাতীয় সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ৭১ বিধিতে সংরক্ষিত সংসদ সদস্য নূরজাহান বেগম বলেন, ‘ভারতের মতো বাংলাদেশেও ম্যাগি নুডলসের উৎপাদন, আমদানি ও বাজারজাত বন্ধ করতে হবে’।  এ সময় সংসদ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নুরজাহান বেগম আরও বলেন, ‘ম্যাগি নুডলসে শিসা পাওয়ায় শুধু ভারতেই ৪০০ কোটি টাকার নুডলস ধ্বংস করা হয়েছে। এমনকি বাংলাদেশেও এর দাম ২৫ শতাংশ কমানো হয়েছে। ল্যাবে পরীক্ষার মাধ্যমে ম্যাগি নুডলসে ১৭ শতাংশের বেশি শিসা পাওয়া গেছে। জানা গেছে, এই নুডলস গর্ভবতী মায়েরা খেলে পেটের সন্তান নষ্ট হয়ে যাবে। এমনকি, এতে ক্যান্সারের ঝুঁকিও রয়েছে। ভারত সিঙ্গাপুর ও নেপালে ম্যাগি নুডলস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেসলে কোম্পানি ৪০০ কোটি টাকার নুডলস ধ্বংস করেছে। তারপরও আমাদের এখানে ম্যাগি নুডলস দেদার বিক্রি হচ্ছে- যা অত্যন্ত দুঃখজনক।’ এ অবস্থায় অবিলম্বে দেশে ম্যাগি নুডলস বন্ধ করার আহ্বান জানান নুরজাহান বেগম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.