অধিনায়কত্ব ছাড়লেন কুক

0

স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনাকত্বের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যালিস্টার কুক। ২০১২ সালে এই দায়িত্ব নেয়ার পর ৫৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

​ইংল্যান্ডের হয়ে তিনিই সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্বেই ২০১৩ ও ২০১৫ সালে অ্যাশেজ জিতেছিলো ইংল্যান্ড।

এছাড়া ৬৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েও রেকর্ড গড়েছেন কুক। তবে আর অধিনায়কত্বের দায়িত্বে থাকতে চান না তিনি। এ বিষয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

বোর্ড থেকে জানানো হয়, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। জো রুট নতুন অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

নেতৃ্ত্বে থাকাকালীন সময়ে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কুক। জিতেছেন আইসিসির বর্ষসেরা টেস্ট ক্যাপ্টেনের পুরস্কারও।
কুক বলেন, ইংল্যান্ডকে গত পাঁচ বছর নেতৃত্ব দেয়ার ব্যাপারটি অনেক গর্বের ছিলো। সিদ্ধান্তটি অনেক কঠিন হলেও সঠিক বলে মনে করি আমি। বিবিসি
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.