সাকা’র আপিল শুনানি মঙ্গলবারের মধ্যে শেষ করার নির্দেশ

0

ঢাকা, সিটিনিউজবিডিঃ  আজ আদালতে সাকা চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট এএসএম শাহজাহান। এসময় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময়, আপিল শুনানি আগামীকাল মঙ্গলবারের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ১ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষ। এর দুইদিন পর আসামীপক্ষের আইনজীবী এসএম শাহজাহান আদালতে যুক্তি উপস্থাপন শুরু করেন। গত ১৬ জুন সাকা চৌধুরীর আপিল মামলার শুনানি শুরু হয়। প্রথমে শুনানি শুরু করে ট্রাইব্যুনালের রায়, সাক্ষীদের সাক্ষ্য এবং রায় সংক্রান্ত নথিপত্র ( পেপারবুক) উপস্থাপন করছেন আসামিপক্ষ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.