চলতি সপ্তাহেই ইরানের পরমাণু চুক্তি – জন কেরি

0

আন্তর্জাতিক ডেক্স, সিটিনিউজবিডিঃ বিবিসির খবর মাধ্যমে জানা গেছে, চলতি সপ্তাহেই ইরানের পরমাণু ইস্যু নিয়ে বিশ্বশক্তির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।  চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও এখনও অনেক ইস্যু অমীমাংসিত রয়ে গেছে বলে উল্লেখ করেছেন কেরি। তিনি বলেন, ‘এখনও বেশ কয়েকটি জটিল ইস্যু সমাধানে পৌঁছাতে পারিনি।’

ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সমঝোতার সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ জুলাই। এর মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা দেখছেন কেরি। তিনি বলেন, ‘যদি আগামী দিনগুলোতে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তা আমরা দ্রুত নেব। চলতি সপ্তাহের মধ্যেই আমরা চুক্তিতে পৌঁছাব।’

গত কয়েক দিনের আলোচনায় ‘সত্যিই উন্নতি হয়েছে’ বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ‘আলোচনায় এখনও অনেক দূরত্ব রয়েছে। নির্দিষ্ট সময়ের ভেতরে সমাধানে আসতে হলে অনেক বিষয়ের মীমাংসা করতে হবে।’ এর আগে বেশ কয়েকবার ইস্যুটি সমাধানে ডেডলাইন দেওয়া হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এর মেয়াদ বাড়ানো হয়

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.