মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও বস্ত্র প্রদান

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে রবিবার সন্ধ্যায় চুলার আগুনে এবং দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে পুড়ে ছাই হয়ে যায় ১৫ টি বসতঘর।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা, বস্ত্র প্রদান করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন। উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের হাসু ভূঁইয়া বাড়ির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আইয়ুব খাঁন, কাজল, ইউনুছ, ইব্রাহীম, খোরশেদ আলম, নুরুল আবছার, খোকন, ছলিম উল্ল্যাহ, ভাসানী, আফিল উদ্দিন, নুরুজ্জামান ছুট্টু এবং উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর গ্রামের হাজ্বী মিজানুল হক মুন্সি বাড়ীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল হাসান নয়ন, গোলাম আনোয়ার মিলন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম রবিনকে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র প্রদান করা হয় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ব্যক্তিগত ফান্ড থেকে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই ইয়ং এসোসিয়েশন দোহা কাতারের আহবায়ক এহসানুল হক চৌধুরী শিপন, বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সুমন, আওয়ামীলীগ নেতা দুলাল, নুর আইয়ুব খাঁন, মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বদরুদ্দৌজা রাজু, যুবলীগ নেতা রাহাত হোসেন, পলাশ, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ আলম, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাপা, বাবু, খাইরুল ইসলাম বাপ্পি প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.