বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না স্বাগতিকরা

0

স্পোর্টস ডেস্ক::দ্বি-পাক্ষিক সিরিজের একমাত্র টেস্টে ৯ ফেব্রুয়ারি হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। আর এ ম্যাচ মুশফিক-তামিমদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট দল।

ভারতের উইকেরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার পর সতীর্থ চেতশ্বর পুজারা বাংলাদেশ সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কেননা, সফরকারী দলটি উপমহাদেশের মাটিতে দুর্দান্ত ক্রিকেট খেলে। এছাড়া সম্প্রতি ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে টাইগাররা।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ, যখন বাংলাদেশে যাই; একই অভিজ্ঞতা লাভ করি। বাংলাদেশ সফরে গেলে আমরা একই কন্ডিশন পাই। আমি মনে করি না যে কন্ডিশনের জন্য খুব একটা সমস্যা হবে তাদের। ভালো ক্রিকেট খেলতে পারলে এই ম্যাচ জেতার সুযোগ রয়েছে বাংলাদেশের। অপরদিকে বাংলাদেশকে হারাতে হলে আমাদেরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকে। টেস্টে দুই দলের আটবারের দেখায় ভারত জয় পেয়েছে ৬টিতে। বাংলাদেশের কৃতিত্ব; দুটি ম্যাচে ড্র করেছে। ভারতের মাটিতে এবারই প্রথম টেস্ট খেলতে গেছেন টাইগাররা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.