জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা:প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা আখ্যা দিয়ে যার যার অবস্থান থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১৬-২০১৭ কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে এই অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রী বলেন,আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হবে। অসাম্প্রদায়িক চেতনার উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

জঙ্গি ও সন্ত্রাসবাদকে বিশ্বের একটি সংকট হিসেবে তুলে ধরে তিনি বলেন,সরকার এ সংকট মোকাবিলায় জনগণকে উদ্বুদ্ধ করছে, সশস্ত্র বাহিনীও এ ব্যাপারে যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছে। সকলকে স্ব স্ব জায়গা থেকে এ বিষয়ে স্ব স্ব ভূমিকা রাখতে হবে, যাতে সন্ত্রাসী ও জঙ্গিবাদের সঙ্গে ছেলে-মেয়েরা সংশ্লিষ্ট না হয়।

শেখ হাসিনা বলেন, উন্নয়নে বাধা সৃষ্টি হয়- এমন কিছু ঘটুক তা কখনোই কাম্য নয়। এ সময় প্রধানমন্ত্রী সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজ নিজ সন্তানদের দিকে ঠিকমত খেয়াল রাখেন, যাতে করে কেউ আর সন্ত্রাস-জঙ্গিবাদ এবং মাদকাসক্তির পথে পা বাড়াতে না পারে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.