ঢাকায় পৌঁছেছেন হাশিম আমলা, ইমরান তাহির, মরকেলসহ আরো পাঁচ দক্ষিণ আফ্রিকান

0

সিটিনিউজবিডিঃ  প্রথম টি-টোয়েন্টি জিতে ফুরে ফুরে মেজাজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শর্ট ফর্মের এখনো আরেকটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এর মধ্যে ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হাশিম আমলা, ইমরান তাহির, মরকেলসহ আরো পাঁচ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা পৌঁছায় তারা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ও ‘রান মেশিন’ হাশিম আমলা, পেসার মরকেল ও লেগ স্পিনার ইমরান তাহির ছাড়াও ব্যাটসম্যান ফারহান বেহারডিন ও পেসার রায়ান ম্যাকলারেন তাদের সঙ্গে ঢাকায় এসেছেন।

টি-টোয়েন্টি শেষে দেশে ফিরে যাবেন লেগ স্পিনার এডি লি, পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিজে ও বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকস।

আগামী ১০ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে। ১২ জুলাই হবে দ্বিতীয় ওয়ানডে। দুটি ম্যাচই হবে মিরপুরে। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে ১৫ জুলাই।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, ক্রিস মরিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট, অ্যারন ফাঙ্গিসো, ওয়েন পারনেল ও রায়ান ম্যাকলারেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.