ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে না

0

সিটিনিউজ ডেস্ক::পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার উন্নয়ন কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

তিনি বলেন, আগামী ১৯ সালের নির্বাচনে আমরা জিততে চাই। সে লক্ষ্যেই সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিএনপিকে বলবো আগামী নির্বাচনে আসুন। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না; ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে না।

 

শুক্রবার সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।

 

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াত থাকুক আর না থাকুক বিএনপির চরিত্র একই থাকবে। জামায়াত আর বিএনপির চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি ক্ষমতায় এলে এদেশ পাকিস্তানের ধারায় চলে যাবে। এটা এদেশের মানুষ বোঝে, তাই তারা বিএনপিকে ভোট দেবে না।

 

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) বিরোধিতা করা, নির্বাচনে কারচুপির অভিযোগ করা এটা বিএনপির চিরাচরিত অভ্যাস। অতীতেও তারা এভাবে বিরোধিতা করেছে। বিএনপি নির্বাচনে জিতে যাওয়ার মুহুর্তেও ভোট কারচুপির অভিযোগ করে।

 

এ সময় মোহাম্মদ নাসিম প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান ছিলেন সুরঞ্জিত। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এতো দক্ষ পার্লামেন্টারিয়ান আমার জীবনে আর দেখবো না।

 

বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সংসদীয় গণতন্ত্রের এক ইতিহাস সুরঞ্জিত সেনগুপ্ত। রাষ্ট্র ক্ষমতা খালেদা জিয়ার হাতে গেলে জঙ্গিবাদের উত্থান ঘটবে বলেও তিনি মন্তব্য করেন।

 

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে উল্লেখ করে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি অংশ না নিলে তাদের অস্তিত্ব থাকবে না।

 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহিবুর রহমান মানিক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, নাট্যকার ড. ইনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পি মনোরঞ্জন ঘোশালসহ আরো অনেকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.