যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়, জনজীবন বিপর্যস্ত

0

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলে প্রবল তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষার ঝড়ের প্রকোপে বিদ্যুৎ বিপর্যয় ঘটে এবং ৩ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

বৃহস্পতিবার এই ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চল। অনেকটা হুট করেই এই বৈরি আবহাওয়ার মুখে পড়তে হয় যুক্তরাষ্ট্রকে। গত কয়েকদিন সেখানের তাপমাত্রা অসহনীয় ছিল বলে জানান স্থানীয়রা।

 

কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার আসতে না আসতেই ৪ কোটির বেশি মানুষ এই তুষার ঝড়ের কবলে পড়ে। গত কয়েকদিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে ওঠা অধিবাসীরা হঠাৎ এই তুষার ঝড়কে কোনভাবেই যেনো মেনে নিতে পারছেনা।

 

নিউ ইয়র্কের লং আইল্যান্ড, রড আইল্যান্ড, ম্যাসাচুয়েটসসহ আরো কয়েকটি এলাকায় দিনের অধিকাংশ সময়ই প্রবল তুষারঝড় হচ্ছে।

 

হিয়ানিস ও ম্যসাচুয়েটসে প্রতি ঘণ্টায় ১১৩ কি.মি. গতিবেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে আরো তিনটি এরকম শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.