আ জ ম নাছির ও নিজামউদ্দিনের নির্দোষ দাবি

0

সিটিনিউজবিডিঃ ১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘি ময়দানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মারামারির ঘটনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী  হামলা ও মারামারির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে আ জ ম নাছির উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন ।মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম নূরুল হুদা’র আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় রাষ্ট্রপক্ষের পরীক্ষার সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাংসদ নিজামউদ্দিন হাজারীসহ সাত আসামি।

মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী বলেন, মেয়র-সাংসদসহ সব‍াই আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ তাদের পরীক্ষা করে কোন বক্তব্য আছে কিনা জানতে চেয়েছেন। সব আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। এরপর আদালত আগামী ১৪ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারণ করেন বলে জানান অনুপম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.