ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট

0

খেলাধুলা : অবশেষে ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে তরুণ ইংলিশ ব্যাটসম্যান জো রুট কে মনোনীত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। অ্যালিস্টার কুকের উত্তরসুরি হিসেবে রুট ইংলিশদের দায়িত্ব নেবেন। এতদিন তিনি কুকের ডেপুটি ছিলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুট বলেন, ‘ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেয়া অত্যন্ত সম্মানজনক। অমি অত্যন্ত ভাগ্যবান, বিনীত ও রোমাঞ্চিত ।’

কুকের দায়িত্ব ছাড়ার পর স্টুয়ার্ট ব্রডকেও অনেকে পরবর্তী ইংলিশ অধিনায়ক হিসেবে ধারনা করেছিল। তবে ব্রড নিজেই কুকের পক্ষে নিজের ভোট দিয়েছিল। ব্রড বলেছিলেন, ইংরেজদের নেতৃত্ব দেবার জন্য জো রুট সবচেয়ে আদর্শ ব্যক্তি।কেননা টিমের স্বার্থে মধ্য ও দীর্ঘমেয়াদী চিন্তা করে আধুনিক প্রজন্মের একজন তরুণ ক্রিকেটারের দায়িত্ব নেয়ার এখনই উপযুক্ত সময়।

আগামি জুলাইয়ে দক্ষিন অাফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই রুটের নেতৃত্বে চলা শুরু করবে ইংলিশরা। রুটের ডেপুটি হিসেবে কাজ করবেন অলরাউন্ডার বেন স্টোকস। ২০১২ সালে টেস্ট অভিষেকের পর রুট বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.