ফের যাত্রীর পেট থেকে স্বর্ণ উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ৬ টি স্বর্ণের বারসহ ফের এক স্বর্ণমানবকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন ওই যাত্রী। আটক স্বর্ণমানব হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার নুরুল আমিন সিকদারের ছেলে মো. জামাল (৪৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের (গোয়েন্দা) চট্টগ্রামের সহকারী পরিচালক তারেক মাহমুদ।

তিনি জানান, FZ589 যোগে দুবাই হতে চট্টগ্রামে আসা ওই যাত্রীর পেটের ভেতর থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১০ তোলা করে প্রতিটি বারে মোট ৭০২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

আটক স্বর্ণের মূল্য ৩০ লাখ টাকা উল্লেখ করে তিনি বলেন, শরীরের ভেতর লুকিয়ে রাখা এই ধরনের যাত্রী ‘স্বর্ণমানব’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার নাম মো. শাহাদাত হোসেন নামের এক যাত্রীর রেক্টাম থেকে একই প্রক্রিয়ায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে শাহ আমানতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.