৪৭ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হয় – নাসিম

0

সিটিনিউজবিডিঃ সরকারদলীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সরকারি হাসপাতালে ৪৭ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হয় । বুধবার সংসদে টেবিলে উত্থাপিত সরকারদলীয় সাংসদ নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশে মোট সরকারি হাসপাতালের সংখ্যা ৬০৭টি।এর মধ্যে মোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সংখ্যা ৪২৫টি। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যতীত অন্যান্য হাসপাতাল রয়েছে ৪২টি।

সংসদে দেওয়া তথ্যানুসারে বিনামূল্যে বিতরণকৃত ওষুধগুলো হল, প্যারাসিটামল, হিস্টাসিন, এন্টাসিড, কট্রিম, পেনিসিলিন, মেট্রোনিডাজল, এফ এস (আয়রন), রেনিটিডিন, লিভামিজল, অ্যামোডুপিন, অটোবাস্টাটিল, নিট্রোবাস, ডায়াজিপাম, হাইসোমাইড, অ্যামোক্সাসিলিন, সেফ্রাডিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ওমিপ্রাজল, ওজালতা মাবির, সিরাপ-প্যাসাসিটামাল হিস্টাসিন, সালবুটাল, সেপুরাকজিন, এ্যামোক্সাসিলিন, কট্রিমক্সাজল, রেনিটিডিন, ইরিথ্রমাইসিন, ইনজেকশনস- অ্যামোক্সাসিলিন, ক্লক্সাসাইক্লিন, সেফ্রাডিন, সেবিক্সিন, সেফটিয়াকজন, মক্সাক্লেভ, হিউম্যান ইনসুলিন, ওনাডাসারন, ওমিপ্রাজল, কলেরা স্যালাইন ৫০০,১০০০ এম,এল, ৫ পার্সেন্ট ডেক্সট্রো-১০০০এম,এল, হার্ডম্যান সলুশন, ১০শতাংশ ডেক্সট্রোজ, ডাইক্লোফেনাক, ডেক্সট্রোমেথাসন, অ্যাটরোফিন সালফেড, জেন্টিন, এমপিলিসিন, বেবিলোশন, হুইটফিল।

 

দেশের ৯৭ শতাংশ ওষুধের চাহিদা দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিটিয়ে থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.