কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

0

শহিদুল ইসলাম উখিয়া প্রতিনিধি::কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

শনিবার সকাল এগারটার দিকে মানবাধিকার চেয়ারম্যান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথমে কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন ,আপনারা এখানে অনেক কষ্ট করে জীবন যাপন করছেন। মিয়ানমার সরকারের সামরিক জান্তা কর্তৃক চরম ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে চরম মানবাধিকার লঙ্ঘন। পরে দুপুর বারটার দিকে উখিয়ার কুতুপালং কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) নুরুউদ্দিন শিবলী,আইএমও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ডা: মহি উদ্দিন খান,ডা: আলাপন চাকমা ও অজিত কুমার বড়ুয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.