ভাষা শহীদদের স্বপ্ন ছিল মাতৃভাষা প্রতিষ্ঠা করার

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ভাষা শহীদদের স্বপ্ন ছিল মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা করার। সে দিন এদেশের ধামাল ছেলেরা রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়েছিলেন বলেই আজকে আমি, আপনি, আপনারা বাংলা ভাষা প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলা ভাষার স্থান প্রতিষ্ঠিত হয়েছে। সে ধারাবাহিকতায় ১৯৭১ সালে নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আর সে স্বাধীনতার স্বাদ পাচ্ছে আজকের প্রজন্ম।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-চন্দনাইশ শাখার উদ্যোগে একুশের চেতনায় বইমেলা গাছবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বইমেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ বইমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন লেখক, গবেষক, ভাষা বিজ্ঞানী ড. মোহাম্মদ আমিন। প্রধান বক্তা ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর ছৈয়দ আবু ছাদেক মো. মুছা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, চট্টগ্রাম টিচার্স কলেজের অধ্যাপক সামশুদ্দীন মো. শিশির, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ আবুল মনছুর মো. হাবিব, অধ্যক্ষ মো. আবুল খায়ের, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন।

সমন্বয়কারী নুরুল আলমেরা সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক যথাক্রমে আবুল কালাম চৌধুরী, বিষ্ণুযশা চক্রবর্তী, নুরুল কবির, নূর মোহাম্মদ, সোহেল মো. ফখরুদ্দীন, মাওলানা নুরুল ইসলাম, চন্দ্রিমা বড়ুয়া, রতন বিকাশ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিদুর রহমান চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের মহাসচিব এ কে এম শাহজাহান আজাদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.