বাঙালির অগ্রযাত্রা রোধের সাধ্য কারো নেই: চবি ভিসি

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর হাতে “১৯৭১ মুজাফফরাবাদ গণহত্যা” নিবন্ধ বইটি তুলে দিলেন মুজাফফরাবাদ বধ্যভূমি সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক ও নিবন্ধটির লেখক বিপ্লব সেন।

সম্প্রতি শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ ছবি সহ মুদ্রিত ও বই আকারে প্রকাশিত ইতিহাস নির্ভর নিবন্ধটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করেন ভিসি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফরিদ মাহমুদ, স্বাধীনতা ক্রীড়া চক্রের সদস্য সচিব দিদারুল আলম, আর্য সংগীত সমিতির উপাধ্যক্ষ নির্মলেন্দু চৌধুরী, শিক্ষিকা মিনু রাণী দেবী প্রমুখ।

মোড়ক উম্মোচন শেষে ভিসি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। কত ত্যাগ, কত আর্তনাদ, কত অশ্র“, কত বেদনা, কত রক্ত ও কন্টকময় পথ বেয়ে এসেছিল স্বাধীনতা তা প্রজন্মকে জানাতে হবে। ৭৫ এর পর ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতার শত্র“ ও পরাজিত শক্তি প্রজন্মকে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছিল, বর্তমান সরকার সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে। আমাদের উচিৎ যার যার অবস্থান থেকে এ ব্যাপারে ভূমিকা রাখা। জাতির জনক বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে লাল সবুজের পতাকা হাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নাগরিক সমাজকে সাথে থাকলে এ অগ্রযাত্রাকে কোন অপশক্তিই থামাতে পারবেনা ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.