নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে দ্বীনি শিক্ষা বিকল্প নেই

0

নিজস্ব প্রতিবেদক::আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন,শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.) বলেছেন, সকল পর্যায়ের শিক্ষাঙ্গনে ধর্মীয় নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা দরকার। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবতাবোধ, কর্তব্যনিষ্ঠা, সততা ইত্যাদি মানবিকগুণ জাগ্রত করতে দ্বীনি শিক্ষা অপরিহার্য। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদেরকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কনিবার (২৬ ফেব্রুয়ারি) আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কাঞ্চননগর শাখার উদ্যোগে ফটিকছড়ির কাঞ্চননগর রহমানিয়া মইনীয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভায় সভাপতির বক্তব্যে হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ তৌহিদুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন, ৭নং কাঞ্চননগর ইউনিয়ন চেয়ারম্যান, মুহাম্মদ রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম ভূইয়া, ইউপি সদস্য ডা. মুহাম্মদ রফিকুজ্জামান, বিশিষ্ট্য সমাজসেবক ইউছুফ কোম্পানী।

প্রধান বক্তা ছিলেন, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম কাশেমী আল্-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন, আমতল ছিদ্দিক্বীয়া মইনীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরতুল আল্লামা মুহাম্মদ বাকের আনসারী, কাঞ্চননগর রহমানিয়া মইনীয়া সুন্নিয়া এবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ হারুনূর রশিদ, মাওলানা আবু শাহাদাৎ আল্-কাদেরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.